আজকাল ওয়েবডেস্ক: দশ মাসে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। গালভরা দাড়ি সঙ্গে পেশীবহুল চেহারায় ভক্তদের মনে ঝড় তোলার পর আবার অনুরাগীদের কাছে ফিরলেন দেব। তবে এবার নতুন বেশে। অর্ধ উন্মুক্ত দেহে তাঁকে দেখা গেল আয়নার সামনে। সেই ছবি ইনস্টাগ্রাম আর ফেসবুকে এই মুহূর্তে ভাইরাল। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে অন্তর্বাস পরিহিত অবস্থায়, লম্বা দাড়ি ও রাফ অ্যান্ড টাফ লুকে।

নিজের অর্ধ উন্মুক্ত ছবি সেইভাবে সামাজিক মাধ্যমে খুব একটা পোস্ট করেন না দেব। তবে রঘু ডাকাতের শুটিং শেষ করে নিজের লুক সম্পূর্ণ বদলে দিলেন সাংসদ অভিনেতা। কামিয়ে ফেললেন লম্বা দাড়ি। তবে দাড়ি নয়, এবার চর্চার কেন্দ্রে তাঁর অন্তর্বাস। আর যে অন্তর্বাস দেব পরে রয়েছেন, তার দাম শুনলে অবাক হবেন অনেকেই। এই বিশেষ ব্র্যান্ডের অন্তর্বাসের দাম প্রায় ৬৫০০ টাকা। 

বলা বাহুল্য পুরুষ হোক বা নারী, অন্তর্বাস সবসময় ভাল মানের পরা উচিত। তার উপর যিনি পরছেন তাঁর নাম যদি দেব হয়, তাহলে তো কথাই নেই। দেবের এই অর্ধউন্মুক্ত ছবি দেখে তার অনুরাগীরা দারুন উচ্ছ্বসিত। তবে কিছুক্ষণ পরেই আবার নতুন লুকে ছবি পোস্ট করেন দেব। সেখানে যেন আবার তার বয়স কমে গেছে অনেকটাই। এই লুকেই প্রজাপতি ২তে দেখা যেতে চলেছে দেবকে। এতদিন রঘু ডাকাত ছবির জন্য রাফ এন্ড টাফ লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। তাই সেই ছবির শুটিং শেষ হতেই নিজেকে সম্পূর্ণ বদলে ফেললেন অভিনেতা।

এবার আগের ছবির শুটিং শেষ হতে না হতেই পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলেন দেব। এছাড়াও চলছে ধূমকেতু মুক্তির কাজ। তাই এই বছরে অভিনেতার ব্যস্ততা তুঙ্গে।